PROYAAS (Vidyanagar)

Interested to join us? Please tell us about your ideas and goals relevant to our work and fill in the Membership Form 

About Proyaas 

Proyaas is a non-profit society trying to promote education and social awareness among students. The group is completely run by volunteers and voluntary contributions mostly from students and teachers. The registration of the society is under process and hence, we have/are not accepting any type of funds as donations from common people.

প্রয়াস এর সূচনা ২০১৩ সালে আইআইটি দিল্লীর একদল স্নাতকোত্তীর্ণ ছাত্রদের উদ্যোগে। নয় নয় করে প্রায় সাত বছর ধরে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া উজ্জ্বল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রত্যন্ত্য এলাকার ছাত্রছাত্রীদের সামনের সারিতে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলেছে প্রয়াস এর সকল গবেষণারত সদস্য বৃন্দ। ২০১৩ থেকে বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এবং দক্ষিণ ২৪ পরগণা মিলিয়ে প্রায় ৪০ জন ছাত্রছাত্রীদের ২০১৯ অবধি বিভিন্ন সময়ে নিজেদের পরিধিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। মূলত প্রয়াস-এর কাজ শুরু হয়েছিল বছরের শুরুতে অর্থনৈতিক ভাবে প্রতিকূলতা কাটিয়ে উজ্জ্বল ভবিষ্যতের চেষ্টায় থাকা ছাত্রছাত্রীদের বিবরণপত্র (প্রসপেক্টাস) ধরে সারা বছরের বই/খাতা/ জ্যামিতি বাক্স/স্কুল ব্যাগ সহ পড়াশুনার প্রয়োজনীয় সামগ্রী কিনে দেওয়ার মাধ্যমে। 

২০১৯ সালের জুলাই মাস থেকে বিগত এক বছর ধরে ছাত্রছাত্রীদের মাসিক বৃত্তিপ্রদানের মাধ্যমে নিজেদের কাজের আঙ্গিককে আরও বড় করে নতুন কিছু সামাজিক প্রচেষ্টাতে সামিল হয় নতুন যুক্ত হওয়া কিছু শিক্ষক-ছাত্রছাত্রী এবং অন্যান্য সমাজসচেতন মানুষদের সঙ্গী করে। সেই প্রচেষ্টার অঙ্গ হিসেবে নতুনভাবে যুক্ত হওয়া ১০-১২ জন সদস্যদের অন্তর্ভুক্তিকরণের পরে দক্ষিণ ২৪ পরগণা জেলা গ্রন্থাগারের পুরোনো মর্যাদা ফিরিয়ে আনা, বৃক্ষরোপন অভিযান, এবং প্লাষ্টিক ব্যাঙ্কের মতো নতুন কিছু প্রচেষ্টা সামিল হয়। বর্তমানে প্রয়াস এর তরফ থেকে দক্ষিণ ২৪ পরগণার ৫ জন ছাত্রছাত্রীকে মাসিক ১০০০/- বৃত্তিপ্রদান এর ব্যবস্থা করা হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা অভিযানে সামিল হয়ে ১৮ জন সদস্য দল তিনটি ছোট দল বানিয়ে ১১ টি গ্রাম জুড়ে ১৫০ পরিবার কে ত্রাণ এবং জরুরি পরিষেবার সামগ্রী তুলে দেওয়া হয়েছে প্রয়াস-এর পক্ষ থেকে। আগামী প্রচেষ্টা হিসেবে প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য career কাউন্সেলিং এর ব্যবস্থা করা হতে চলেছে। বিভিন্ন প্রত্যন্ত এলাকার ক্লাবের সাথে সমবেত প্রচেষ্টায় ছোট ছোট সাংস্কৃতিক মঞ্চের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহ প্রদানের মতো চেষ্টায় বিভিন্ন সদস্য এগিয়ে এসেছে। 

সর্বোপরি প্রয়াস এর বিভিন্ন বিভাগ নিজেদের মতো করে ছোট ছোট দল বানিয়ে মূলত ছাত্রছাত্রীদের মধ্যে সাহিত্য বিজ্ঞান এবং সমাজসচেতনতা গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে চলেছে। 

এহেন অবস্থায় প্রয়াস-এর মূলত চারটি বিভাগের কাজ এগিয়ে চলেছে নতুন উদ্দীপনা নিয়ে যুক্ত হওয়া সদস্যদের প্রচেষ্টায়: 

১) শিক্ষা বিভাগ: এই বিভাগের কাজ অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা উজ্জ্বল ভবিষ্যতের প্রচেষ্টায় থাকা ছাত্রছাত্রীদের মাসিক বৃত্তি প্রদান, পড়াশোনা সামগ্রীর ব্যবস্থা করে দেওয়া, এবং প্রশিক্ষণ দিয়ে তাদের এগিয়ে চলতে সাহায্য করা। 

২) গ্রন্থাগার বিভাগ: বিদ্যানগর জেলা গ্রন্থাগারকে মডেল বানিয়ে নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য, গ্রন্থাগারের গুরুত্ব সম্বন্ধে ওয়াকিবহাল করা, এবং বই পড়ার অপরিহার্যতা সম্বন্ধে সচেতনতা বাড়ানো।

৩) সামাজিক সচেতনতা বিভাগ: বৃক্ষরোপণ এবং প্লাষ্টিক ব্যাঙ্ক-এর মতো প্ৰচেষ্টাতে ছাত্রছাত্রীদের সামিল করে সামাজিক দায়বদ্ধতা সম্বন্ধে সচেতন করা এই বিভাগের প্রধান কাজ।

৪) সাংস্কৃতিক বিভাগ: সাংস্কৃতিক কার্যকলাপে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান এবং সময় বিশেষে ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে বৃহত্তর জগতে বিভিন্ন কলায় পারদর্শী মানুষজনের কাজের সাথে পরিচিতি ঘটিয়ে প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের বহিরবিশ্বের সাংস্কৃতিক কাজকর্মের ব্যাপারে অবগত এবং সচেতন করা এই বিভাগের প্রধান কাজ।

আমাদের প্রয়াস-এ সামিল হতে সকলে এগিয়ে আসবেন এই কামনা করি।

The Core Team Members

Asish Kanrar

President

Sukonya Indra

Vice-President

Sanjay Samanta

General Secretary


Anwesha Mandal

Joint Secretary

Anirban Mal

Secretary, Education and Literature Division

Sagarika Bangal

Secretary, Cultural Division

Bishal Das

Secretary, Social Initiatives Division

Priya Malick

Secretary, Public Relation Division

Somnath Mondal

Treasurer

Post "Amphan" Campaign at Mathurapur-II Region

Team members from PROYAAS visited Naranpur and Narendrapur Village from Mathurapur-II block within South 24 Parganas during this post Amphan crisis. More than 250 families were reached with dry food, medicines, clothes, bleaching powder, caustic lime and other necessary support items. This initiative was supported by Library Associates, South 24 Parganas District Library along with local voluntary support from Vivekananda Welfare Society and Sabuj Sangha Club from the region.

Post "Amphan" Campaign at Sundarban Region: G-Plot, Ramganga, Fraserganj 

Team members from Proyaas visited G-Plot and Ramganga Village from Pathar Pratima block and Fraserganj area in Namkhana Block within Sundarban regions of South 24 Parganas during this post Amphan crisis. More than 150 families were reached out with food, medicines, shade materials, bleaching powder, caustic lime and other necessary support items. This initiative was voluntarily supported by Alapon Club from Fraserganj region within Namkhana Block.

Post "Amphan" Support Campaign at Bishnupur-II Region

As the super cyclone "Amphan" has hit the coastal regions of West Bengal on May 20, 2020 leaving it into ruins, lets work together to rebuild Bengal. Most part of the region do not have any electricity and water supply with limited connectivity. Although we are not well equipped with facilities to handle disaster of this level, still our team is out there somewhere to help out whoever we can. Help from our end is out there somewhere disconnected from rest of the world. Lets pray together and lets work together keeping in mind the other monster COVID-19 is still out there. Lets hope these hard times will be over soon! We will overcome this together! 

Honourary Board Members

Dr. Subhajit Das, Research Associate, Vidyasagar University, West Bengal, India

Dr. Debdas Dhabal, Postdoctoral Research Fellow, University of Pennsylvania, United States

Dr. Samim Sardar, Postdoctoral Research Fellow, Istituto Italiano di Technologia, Milan, Italy


Dr. Saikat Chakraborty, Visiting Faculty, Utica College, New York, United States

Dr. Sanjib Kumar Mukherjee, Research Associate, Technical University Dortmund, Germany

Dr. Sandip Karmakar

Dr. Subhendu Das

Dr. Mrinal Bhunia, Postdoctoral Research Fellow, University of Pennsylvania, United States

Dr. Sourav Seth, Senior Research Fellow, IISER Kolkata

Dr. Saurav Prasad, Postdoctoral Research Fellow, Technical University of Dermstadt, Germany

Dr. Santigopal Mondal, Postdoctoral Fellow, University of Pennsylvania, United States

Dr. Monalisa Pal, Postdoctoral Fellow, Pohang University of Science and Technology, South Korea

Saptarshi Syam, Bentonville, Arkansas

Dr. Kuldeep Singh, United Kingdom